১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস দিবস পালন করা হয়। Acquired immuno deficiency syndrome বা এইডস যা Human Immuno Deficiency virus (এইচআইভি) দ্বারা সৃষ্ট একটি  মরণব্যাধি রোগ। এইচআইভি ভাইরাস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে এবং অন্যান্য রোগের প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। ২০২০ সাল পর্যন্ত, এইডস সংক্রমণে বিশ্বব্যাপী ২৭.২ মিলিয়ন থেকে ৪৭.৮ মিলিয়ন লোকের মৃত্যু হয়েছে। এ সময় আনুমানিক ৩৭.৭ মিলিয়ন মানুষ এইচআইভি নিয়ে বসবাস করছে।

ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বজনীন স্বাস্থ্য সমস্যাগুলির মধ্যে এইডস অন্যতম প্রধান সমস্যা । বিশ্বের অনেক অঞ্চলে অ্যান্টিরেট্রোভাইরাল  চিকিৎসার  মাধ্যমে এইডস মহামারী থেকে মৃত্যুর হার অনেক কমেছে।

প্রতিবছরের ন্যায় এ বছরের প্রতিপাদ্য: ‘ কমিউনিটির আমন্ত্রণ, এইডস হবে নিয়ন্ত্রণ’।

▶এইডস কিভাবে ছড়ায়:

এইচআইভি ভাইরাস মোটামুটি তিন প্রকারের ছড়াতে সক্ষম।

▪ যৌনমিলনের সময়
▪ রক্ত (blood) বা লসিকার (lymph)মাধ্যমে
▪ মা থেকে সন্তানে,

এইচআইভি সংক্রামণের বেশির ভাগ ঘটনাই অরক্ষিত যৌনমিলনের কারণে ঘটে থাকে।

বায়ু, জল, খাদ্য অথবা সাধারণ ছোঁয়ায় বা স্পর্শে এইচআইভি ছড়ায় না। ভাইরাসটি  মানবদেহের কয়েকটি নির্দিষ্ট তরল পদার্থে (রক্ত, বীর্য, বুকের দুধ) বেশি থাকে। ফলে, মানব দেহের এই তরল পদার্থগলো আদান-প্রদানের মাধ্যমে এইচআইভি ছড়াতে পারে।

সুনির্দিষ্টভাবে যে যে উপায়ে এইচআইভি ছড়াতে পারে তা হল:

১) এইচআইভি/এইডস আক্রান্ত রোগীর রক্ত সুস্থ ব্যক্তির দেহে পরিসঞ্চালন করলে

২) আক্রান্ত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত সূঁচ বা সিরিঞ্জ অন্য কোনো সুস্থ ব্যক্তি ব্যবহার করলে

৩) আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে

৪) এইচআইভি/এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায়, প্রসবকালে বা সন্তানের মায়ের দুধ পানকালে)

(৫) অনৈতিক ও অনিরাপদ দৈহিক মিলন করলে (যৌন মিলন কতটা স্থায়ী কিংবা বীর্যপাত হলো কি না তার উপরে এর সংক্রমণ নির্ভর করেনা, অরক্ষিত যৌন মিলনে অধিকাংশ সময়ে এর সংক্রমণ ঘটতে পারে)।

এইচআইভি এইইডস বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞরাও মনে করেন, এটি অনিরাময়যোগ্য ও মারাত্মক রোগ। এমতাবস্থায় এই দুরারোগ্য ব্যাধি সম্পর্কে মানুষকে সচেতন করতে এই দিবসের আয়োজন জরুরি ।

 

ডা. আবুল ফয়সাল মোহাম্মদ নুরুদ্দীন চৌধুরী

মেডিসিন বিশেষজ্ঞ চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

Related Posts

Leave a Reply

Your email address will not be published.