ডায়াবেটিস এবং হাইপোগ্লাইসেমিয়া!

‘ডায়াবেটিস বা বহুমূত্র’ কোনো একক রোগ নয়, এটা হলো অনেক রোগের সমন্বয়। আগে বয়স্কদের এটা হতো বলে সবাই জানে। তবে এখন, বাচ্চাকাল ও মধ্যবয়সী অনেকের মধ্যে রোগটির প্রকোপ বেড়েছে। সময় থাকতে যদি রোগটি সম্পর্কে জানা যায় তাহলে খুব সহজেই পরিত্রাণ সম্ভব। যখন কোনো ব্যক্তির অগ্ন্যাশয় গ্রন্থির আইলেটস্ অব ল্যাঙ্গারহ্যানস্ কোষ পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে পারে […]

সুগার কমে হাইপোগ্লাইসেমিয়া

ডায়াবেটিসের রুগী নাই এমন কোন পরিবার মনে হয় আর আমাদের দেশে নাই। তাই এই রুগীদের ব্যাবস্থাপনা অবশ্যই পরিবারের সবার জানা থাকতে হবে। কারন রুগী যখন খুব অসুস্থ হয়ে পড়েন তখন তিনি নিজে আর তেমন কিছুই করতে পারেন না। ওষুধ সেবন করে রুগী তার রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রনের মধ্যে রাখবেন এমটাই নিয়ম। তবে কখনও কখনও গ্লুকোজ স্বাভাবিক […]