নাকের পলিপ ও তার চিকিৎসা

ঢামেক বহির্বিভাগ কিংবা সান্ধ্যকালীন এডমিশন ডিউটি অথবা চেম্বার- এমন কোন নাক কান গলার ডাক্তার মিলবে না, যিনি এমন রোগী পাননি- যিনি এসে বলেছেন, “ডাক্তার সাব আমার নাকে পলিপ, নাক বন্ধ থাকে, পানি ঝরে, মাথা ব্যাথা, বমি লাগে, নাক চুলকায় ইত্যাদি।” শতকরা ৯০% ভাগ রোগীর চিহ্নিত কম্পলেইনটি ছাড়া বাকিগুলা সত্যি। ন্যাসাল স্প্যাকুলাম বা কিলিয়ান্স দিয়ে নাক […]

নাকে পলিপ কেন হয়, হলে যা করবেন

এখন শীতকাল চলছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এ সময়টাতে প্রকৃতিতে ধুলোবালি বেশি থাকে। তাই ধুলোবালির কারণে অসুস্থ হওয়ার প্রবণতাও বাড়তে থাকে। এই সময়ে নাক বন্ধের সমস্যা থেকে পলিপ হতে পারে। নাকের কোটরে মাংসপিণ্ড বাড়ার ফলে পলিপ হয়। আবার নাকের ভেতরে ধুলোবালি বা সাইনাসের সমস্যা থেকে পলিপ হতে পারে। অনেকের ক্ষেত্রে মাংসপিণ্ড বাড়ার ফলে রোগীর […]