শিশুর মানসিক বিকাশে বাধা বেডওয়েটিং

অনিচ্ছায় রাতে বিছানায় প্রস্রাব করাকে বেডওয়েটিং বলা হয়। পাঁচ ঊর্ধ্ব শিশুদের ক্ষেত্রে এটিকে মেডিকেলের ভাষায় নকচারনাল এনুরেসিস বলে। রোগটি শিশুর মানসিক বিকাশে বিরূপ প্রভাব ফেলে। গবেষণায় দেখা গেছে, প্রতি ২৫ শিশুর চারজনই বেডওয়েটিং করে। গড়ে ৫ থেকে ১০ শতাংশ শিশুর সমস্যাটি বয়ঃসন্ধি পেরিয়ে কৈশোর পর্যন্ত থেকে যায়। স্বল্প ব্লাডার ধারণক্ষমতা বেডওয়েটিংয়ের জন্য দায়ী। ঘুম থেকে […]