জরায়ুমুখের ক্যান্সার কেন হয়, করণীয়

সমাজে যে অংশের নারীরা জরায়ুমুখের ক্যান্সারে বেশি আক্রান্ত হন, তাদের মধ্যে রোগটি নিয়ে সচেতনতার অভাব প্রচণ্ড। লজ্জা-সংকোচ তাদের বিরত রাখে পরীক্ষা- নিরীক্ষা ও চিকিৎসামুখি হতে। নিম্ন আর্থ-সামাজিক অবস্থাও বড় বাধা। স্তন ক্যান্সার নিয়ে সচেতনতায় কিছুটা অগ্রগতি হয়েছে। জরায়ুমুখ ক্যান্সার নিয়ে সচেতনতাও এগিয়ে নেওয়া দরকার। ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রতি […]