ক্লিভার বুসি সিনড্রোমে আচরণ বদলায়

মস্তিস্কে রোগের কারনে ব্যাপক আচরনগত পরিবর্তণ হয় এই রোগে। আমাদের মস্তিষ্ক বা ব্রেনে চারটা লোব থাকে। কপালের কাছে ফ্রন্টাল লোব, মাথার তালুর কাছে প্যারাইটাল লোব, পিছনে অক্সিপিটাল লোব এবং কানের নীচে টেম্পোরাল লোব। বিভিন্ন লোবের কাজও ভিন্ন ভিন্ন। এক এক লোবের সমস্যা হলে এক এক ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। ক্লিভার বুসি সিনড্রমে আমাদের টেম্পোরাল […]