শিশুর পেটে গ্যাস জমলে যেভাবে বের করবেন

নবজাতককে খাওয়ানোর পরপরই কিছুটা দুধ নাক-মুখ দিয়ে বের হতে পারে। এমন অভিজ্ঞতা নতুন মায়েদের কমবেশি হয়ে থাকে। কখনও কখনও শিশুর পেটের ব্যথায় পরিবারের সদস্যদের ঘুমে ব্যাঘাত ঘটে। আর সাধারণত এসবই হয় নবজাতকের পেটে গ্যাস বা বাতাস জমার কারণে। তাই তাদের গ্যাস বের করতে আলতোভাবে পিঠ চাপড়ে ঢেঁকুর তোলানো জরুরি। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘বারপিং’ বলে। ঢেঁকুর তোলানোর পদ্ধতি: শিশুকে […]