ফাইলেরিয়া বা গোদ রোগ

আমাদের মত গ্রীষ্ম প্রধান দেশে এই অসুখ বেশী হয়। হাত পায়ের অনেকটা অংশ দীর্ঘদিন ধরে ফুলে আছে, প্রায়শই আমরা রাস্তায় এমন মানুষ দেখতে পাই। মূলত কিউলেক্স মশার কামড়ে ফাইলেরিয়া হয়। গোদ রোগের জীবানুর নাম উচেরেরিয়া ব্যানক্রফটি। শুধু যে কিউলেক্স মশার কামড়েই এ অসুখ হয় তা নয়। অ্যানোফিলিস এবং এডিস মশার কামড়েও এই রোগের জীবানু শরীরে […]