হাত কাঁপা স্নায়ুতন্ত্রের রোগ

হাত কাঁপা হলো হাতের কবজি, আঙুল, বুড়ো আঙুলের পেশিগুলোর অনৈচ্ছিক নড়াচড়া। যাকে কম্পমান হাতও বলা হয়।  এ ধরনের সমস্যা বয়স্ক মানুষের মধ্যে বেশি দেখা যায়। হাত কাঁপা সমস্যা হলে প্রতিদিনকার কাজকর্ম করতে সমস্যা হয়। যদিও এটা প্রাণঘাতী কোনো রোগ না, মস্তিষ্কের কোষের নিষ্ক্রিয়তায় কারণে এমন সমস্যা হয়। লক্ষণ : শুরুতে হাত কাঁপা এক হাতে শুরু […]