মানুষ একই বস্তু দুটি দেখে কেন

ডাবল ভিশন বা কোনো জিনিস দুটি দেখাকে চিকিৎসাবিজ্ঞানে ডিপ্লোপিয়া বলা হয়। ডিপ্লোপিয়াকে দুই ভাগ করা হয়। ১. মনোকুলার (এক চোখের) ডিপ্লোপিয়া ২. বাইনোকুলার (দুই চোখের) ডিপ্লোপিয়া। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে ডিপ্লোপিয়া দেখা দিতে পারে। এক চোখ হাত দিয়ে বন্ধ করে অন্য চোখে কোনো বস্তু দুটি করে দেখা গেলে তাকে ইউনিকুলার ডিপ্লোপিয়া বলা হয়। এ ধরনের ডিপ্লোপিয়া […]