৬-৮ মাস বয়সে শিশুরা নিজ হাতে খেতে শুরু করে।

এ সময় মা-বাবাকে শিশুর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। কারণ শিশুরা হাতের কাছে যা পায়, তা নিয়েই মুখে দিতে চেষ্টা করে।

খাবার নয় এমন সব জিনিস খাওয়ার অভ্যাস হয়ে গেলে তাকে “পিকা” বলা হয়। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের মধ্যে অনেক সময় এই রোগ দেখা যায়।

শিশুর প্রতি মায়ের অবহেলা, পর্যাপ্ত সময় না দেয়া, অপুষ্টি, দারিদ্র‍্য, প্রতিবন্ধিতা প্রভৃতি কারণে শিশুদের এই রোগ হয়ে থাকে।

পিকা থেকে হতে পারে অনেক জটিলতা। মাটি জাতীয় কিছু খেলে কৃমির সংক্রমণ হতে পারে। কাদা খাওয়ার অভ্যাস থেকে হতে পারে আয়রন ও জিঙ্ক এর অভাব। রঙ জাতীয় কিছু খেলে সীসার বিষক্রিয়া হতে পারে। চুল, পাথর, পুতি, পিন, লোহা খেয়ে ফেললে খাদ্যনালীর নানারকম ক্ষতি সহ এমনকি শিশুর মৃত্যুও হতে পারে।

শিশুকে পর্যাপ্ত সময় দিন। পুষ্টিকর খাবার খাওয়ান।টানা এক মাসের বেশি সময় ধরে শিশুদের মধ্যে এই প্রবণতা লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নিন।

 

লেখক :

ডা. মো. মাহফুজার রহমান বাঁধন

শিশু বিভাগ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

Related Posts

Leave a Reply

Your email address will not be published.