দাঁতের রোগে ভোগে নাই এমন মানুষের দেখা পাওয়া বিরল। অনেকেই আমরা মুখের রোগ, দাঁতের রোগকে অবহেলা করি। পরবর্তিতে এটা আমাদের উপর বিশাল প্রতিশোধ নেয়। যা আমরা আগে কল্পনাও করি নাই। এমনই একটা অবস্থা হল ক্যারিস বা ক্ষয়ে যাওয়া দাঁতের চিকিৎসা না করা। এই ক্ষয়ে যাওয়া দাঁতের জীবাণুই কিন্তু আক্রমন করতে পারে আমাদের হার্ট টিসুকে। নষ্ট করে ফেলে বা মেরে ফেলে হার্ট টিসুকে যা একসময় মানুষটির মৃত্যুর কারন হয়ে দাড়ায়। আর যাদের আগে থেকেই হার্টের সমস্যা আছে, তাদের এই সম্ভবনা বহু গুন বেশী।

পেরিওডন্টাল রোগের কারণে হার্টে সংক্রমণ দেখা দিতে পারে। দাঁতে যখন প্ল্যাক জমা হয় তখন প্ল্যাকের মধ্যে বিদ্যমান ব্যাকটেরিয়া এক ধরনের টক্সিন নিঃসরণ করে যা মাড়িতে প্রদাহ সৃষ্টি হয়। মাড়ি রোগের ক্ষেত্রে প্রদাহ এবং সংক্রমণ যা মুখে শুরু হয়ে শরীরের অন্যান্য অংশে বিস্তার লাভ করতে পারে। কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন পর্যবেক্ষণে বলেছেন, মাড়ি এবং হার্টের সংযোগকারী ডাটাগুলো তত গুরুত্বপূর্ণ নয় যতটুকু ভাবা হয়েছিল। কিন্তু পেরিওডেন্টাল রোগের ক্ষেত্রে যে সব সমস্যা দেখা দেয় তা থেকে হৃদরোগ সৃষ্টি হওয়া বিচিত্র কিছু নয়।

গবেষণায় দেখা গেছে যে, সব মানুষ অতিমাত্রায় পেরিওডেন্টাল রোগে আক্রান্ত তাদের করোনারি হৃদরোগ বা স্ট্রোক হতে পারে। যাদের পেরিওডেন্টাল রোগ আছে তাদের উচ্চমাত্রায় এলডিএল কোলস্টেরল থাকতে পারে যা মারাত্মক হৃদরোগ সৃষ্টি করতে পারে।

 

ডা. মো. ফারুক হোসেন

মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ

Related Posts

Leave a Reply

Your email address will not be published.