দাঁতের রোগে ভোগে নাই এমন মানুষের দেখা পাওয়া বিরল। অনেকেই আমরা মুখের রোগ, দাঁতের রোগকে অবহেলা করি। পরবর্তিতে এটা আমাদের উপর বিশাল প্রতিশোধ নেয়। যা আমরা আগে কল্পনাও করি নাই। এমনই একটা অবস্থা হল ক্যারিস বা ক্ষয়ে যাওয়া দাঁতের চিকিৎসা না করা। এই ক্ষয়ে যাওয়া দাঁতের জীবাণুই কিন্তু আক্রমন করতে পারে আমাদের হার্ট টিসুকে। নষ্ট করে ফেলে বা মেরে ফেলে হার্ট টিসুকে যা একসময় মানুষটির মৃত্যুর কারন হয়ে দাড়ায়। আর যাদের আগে থেকেই হার্টের সমস্যা আছে, তাদের এই সম্ভবনা বহু গুন বেশী।
গবেষণায় দেখা গেছে যে, সব মানুষ অতিমাত্রায় পেরিওডেন্টাল রোগে আক্রান্ত তাদের করোনারি হৃদরোগ বা স্ট্রোক হতে পারে। যাদের পেরিওডেন্টাল রোগ আছে তাদের উচ্চমাত্রায় এলডিএল কোলস্টেরল থাকতে পারে যা মারাত্মক হৃদরোগ সৃষ্টি করতে পারে।
ডা. মো. ফারুক হোসেন
মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ