মাথাব্যথা খুব সাধারণ সমস্যা। এই ব্যথা নানা ধরনের হতে পারে। যেমন উত্তেজনায় মাথাব্যথা, প্রদাহজনিত মাথাব্যথা, ট্র্যাকশন মাথাব্যথা, ভাস্কুলার ট্র্যাকশন মাথাব্যথা (মাইগ্রেন, ক্লাস্টার, টক্সিক) ও সার্ভিকোজেনিক মাথাব্যথা। এর মধ্যে ১৫-২০ শতাংশ সার্ভিকোজেনিক বা ঘাড় থেকে উৎপন্ন মাথাব্যথায় ভোগেন। সার্ভিকোজেনিক মাথাব্যথার ক্ষেত্রে ঘাড়ের মাংসপেশি, যেমন ট্রাপিজিয়াস মাসলের ওপরের অংশ, লিভেটর স্ক্যাপুলা ও অক্সিপিটালিস মাসল খাটো হয়। ঘাড়ের ফ্ল্যাক্সর গ্রুপের মাংসপেশি, যেমন লঙ্গাস ক্যাপিটাস ও লঙ্গাস কোলাই দুর্বল হয়। ঘাড়ের অন্যান্য স্ট্রাকচার, যেমন আপার সারভাইক্যাল ফ্যাসেট জয়েন্ট, আপার সারভাইক্যাল মাসল, সি২-৩ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ক্যারোটিড আর্টারি, ডুরামেটার, আপার স্পাইনাল কর্ড ও ঘাড়ের পেছনে ক্রেনিয়াল ফোসা এ ধরনের মাথাব্যথা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট।

এ ছাড়া উইফ্লাস ইনজুরি, ঘাড়ের ওপর অতিরিক্ত স্ট্রেস, ঠিক ভঙ্গিতে পড়াশোনা না করা, দীর্ঘ সময় কম্পিউটার ও মুঠোফোন ব্যবহার, অফিসওয়ার্ক ও সামনের দিকে ঘাড় বাঁকা করে দীর্ঘ সময় কাজ প্রভৃতি থেকেও সার্ভিকোজেনিক মাথাব্যথা হতে পারে। সার্ভিকোজেনিক মাথাব্যথার রোগীর ঘাড়ের পরীক্ষা করলে আপার ক্রস সিনড্রোম পাওয়া যায়। এ ছাড়া রোগীর ফরোয়ার্ড হেড পোশ্চার থাকে এবং রোগীর জয়েন্ট মবিলিটি কমে যায়। ঘাড়ের ও কাঁধের বিভিন্ন মাংসপেশি শক্ত বা টাইট হয়ে যায়। মাথাব্যথার সঙ্গে অনেকের চোখ, কপাল, কানের পাশে ও থুতনিতে ব্যথা হয়। নারীরা পুরুষের চেয়ে চারগুণ বেশি এই মাথাব্যথায় ভোগেন।

চিকিৎসা: মাথাব্যথার ধরন অনুযায়ী চিবুক টাক ব্যায়াম, ছয়টি পয়েন্টে ডিপফ্রিকশন, ঘাড়ের সফট টিস্যু মোবালাইজেশন, স্ট্রেসিং, মায়োফেসিয়াল রিলিজ ও পোশ্চারাল কারেকশন করতে হয়। মাসল কন্ট্রোল এক্সারসাইজ ও মাসলের এন্ডিওরেন্স এক্সারসাইজও রয়েছে। এর সঙ্গে লো লেভেল লেজার থেরাপি, আলট্রাসাউন্ড থেরাপি ও হট বা কোল্ড থেরাপি কারও কারও প্রয়োজন হয়।

খাবারের খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে, যেমন আদার রস খালি পেটে প্রতিদিন ১ চা-চামচ, আনারসের মাঝের অংশ, কালো আঙুর/জাম, পাকা পেঁপে, পাকা কলা, বাঁধাকপি, গাজর, টমেটো ইত্যাদি খাদ্যতালিকায় যোগ করুন। প্রচুর পানি পান করতে হবে।

ব্যথা থাকলে লবণ, সাদা আটা, চাল, রুটি, লাল ও প্রক্রিয়াজাত মাংস, দুধের তৈরি খাবার এবং চিনি বাদ দিতে হবে। ধূমপান ছাড়তে হবে। সঠিক দেহভঙ্গি আয়ত্তে আনতে হবে। কম্পিউটারের টেবিল-চেয়ারে পরিবর্তন করতে হতে পারে।

 

অধ্যাপক আলতাফ হোসেন সরকার

চিফ কনসালট্যান্ট, লেজার ফিজিওথেরাপি সেন্টার
পশ্চিম পান্থপথ, ঢাকা

Related Posts

Leave a Reply

Your email address will not be published.