এখন শীতকাল চলছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এ সময়টাতে প্রকৃতিতে ধুলোবালি বেশি থাকে। তাই ধুলোবালির কারণে অসুস্থ হওয়ার প্রবণতাও বাড়তে থাকে। এই সময়ে নাক বন্ধের সমস্যা থেকে পলিপ হতে পারে।
নাকের কোটরে মাংসপিণ্ড বাড়ার ফলে পলিপ হয়। আবার নাকের ভেতরে ধুলোবালি বা সাইনাসের সমস্যা থেকে পলিপ হতে পারে। অনেকের ক্ষেত্রে মাংসপিণ্ড বাড়ার ফলে রোগীর শ্বাস নিতে অসুবিধা হয়। এ ক্ষেত্রে সমস্যা বেশি অনুভূত হলে চিকিৎসকের পরামর্শে কেটে ফেলে দেওয়া যেতে পারে। তবে আগে সাবধান হলে এমনটার দরকার পড়ে না। পলিপ অস্বাভাবিক বৃদ্ধি পেলে ক্যানসারের পূর্ব অবস্থা হতে পারে। তখন একে কেটে বাদ দিলে ক্যানসারের সম্ভাবনা থাকে না।

পলিপের গায়ে যে শ্লেষ্মা ঝিল্লি থাকে, এতে রক্তনালী দেখতে অনেকটা ব্যাঙের ছাতা বা ধূসর আঙ্গুরের মত দেখায়।  পলিপের কারণে অনেক সময় নাক বন্ধ হয়ে যায়। এতে নাক বন্ধ ভাব, বার বার জ্বর, সর্দি, শ্বাস নিতে না পারা, নাক দিয়ে জল পড়া বা অনেক সময় শ্লেষ্মা গলে পেছন দিয়ে গলার মধ্যে চলে যায়।

লক্ষণ
১. নাক বন্ধ থাকা। এক বা দুই নাসারন্ধ্র একসঙ্গে বন্ধ থাকতে পারে।
২. নাক দিয়ে পানি পড়া, বেশি হাঁচি পাওয়া।
৩. নাকে কোনো গন্ধ না পাওয়া।
৪. মাথাব্যথা হতে পারে।
৫. মুখ হাঁ করে ঘুমানো।

চিকিৎসা 

১. ধুলোবালি, ধোঁয়া এড়িয়ে চলতে হবে।
২. ঠান্ডা থেকে নিজেকে দূরে রাখতে হবে।
৩. বাইরে গেলে শীতের কাপড় পরিধান করতে হবে।
৪. পলিপের উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

 

লেখক:

অধ্যাপক শুভাগত চৌধুরী

সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

Related Posts

Leave a Reply

Your email address will not be published.