স্ক্যাবিস হল ত্বকের সংক্রমন । চামড়ার নিচে এক ধরনের টিনি মাইটস গর্ত করে ডিম পাড়ে এবং আস্তে আস্তে এই সংক্রমন ঘটায় । এটার কারণে পেপুল ভেসিকুলার লেসন বা ইরাইথেমা এমন হতে পারে ।
এ ব্যাপারে ডাঃ শামসুজ্জোহা বলেন,স্ক্যাবিস বেশিরভাগ ক্ষেত্রে দেহের বিভিন্ন ভাজে হয় । হাতের আঙুলের ফাকে, বোগলে, গোপনাঙ্গের চারপাশে, হাতের কবজি, স্তনের নিচে বা চারপাশে, পশ্চাতদেশে, নাভির চারপাশে ইত্যাদি যায়গায় হতে পারে।
স্ক্যাবিস নির্ণয়ে ভালভাবে হিস্টোরি দিতে হবে ।নিচের প্রশ্নউত্তরের সাথে আপনার সমস্যা মিলে গেলে ধারনা করা যাতে পারে যে আপনার স্ক্যাবিস হয়েছে।
১) দেহের কোথায় কোথায় হয়েছে ?
– যে স্থান গুলো দেখা সম্ভব সেগুলো দেখতে হবে
২) কখন বেশি চুলকায় ?
– স্ক্যাবিস হলে রাতে বেশি চুলকাবে
৩) চুলকাতে আরাম লাগে কিনা ?
– সেই মজা লাগে, মনে হয় ২ জন লোক রাখেন চুলকানোর জন্য । মাঝে মাঝে এত আরাম লাগে যে রক্ত না বের হওয়া অব্দি চুলকাতে থাকেন ।
৪) কেমন পরিবেশে থাকেন ?
– সাধারণত নোংরা পরিবেশে থাকার জন্য বা একি ঘরে অনেকজন কিংবা হোস্টেল বা মেসে থাকার জন্য এ সমস্যা হয় ।
৫) পরিবারের আর কারো হয়েছে কিনা ?
– অন্যরাও আক্রান্ত থাকতে পারে ।
স্ক্যাবিস এ আক্রান্ত মনে হলে যত দ্রুত সম্ভব একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করতে হবে।
ডা. লুবাবা রহমান