প্রি-এক্লাম্পসিয়া ও মাতৃত্বকালীন ডায়াবেটিসের মতো জটিলতার কারণে গর্ভাবস্থায় হঠাৎ দৃষ্টি ঝাপসা হতে পারে। এ সময় চোখের সমস্যাকে অবহেলা করা উচিত নয়। গর্ভাবস্থায় নারীর শরীরে বেশ কিছু হরমোনের পরিমাণ বেড়ে যায়। এর মধ্যে প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে চোখের কর্নিয়ায় ফ্লুইড শিফট হতে পারে, অর্থাৎ কর্নিয়ার পেছনে থাকা তরল বেরিয়ে যেতে পারে। এই ফ্লুইড শিফটের কারণেই চোখে ঝাপসা দেখার সমস্যা হয়। এটা পরে অবশ্য ঠিক হয়ে যায়। গর্ভাবস্থায় ল্যাক্রিমাল গ্রন্থি থেকে চোখের পানি তৈরি কমে গেলে চোখে অস্বস্তি হয়। চোখ শুকিয়ে যায়, খসখস করে। প্রসবের শেষের দিকে হরমোনের তারতম্যের কারণে শরীরে তরলের পরিমাণ বেড়ে যায়। অতিরিক্ত তরল জমে কর্নিয়া পুরু হয়ে যায়। এতেও ঝাপসা দেখা যেতে পারে। গর্ভাবস্থায় পিটুইটারি গ্রন্থির আকার বৃদ্ধি পায়। কারও পিটুইটারি গ্রন্থিতে সমস্যা থাকলে এটি আরও বড় হয়ে অপটিক কায়জমাতে চাপ দেয়। ফলে দৃষ্টির সীমা পরিবর্তিত হয়, দৃষ্টি ঝাপসা, মাথাব্যথাসহ নানা সমস্যা দেখা দিতে পারে।
গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস থাকলে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। যেকোনো জটিলতা এড়াতে নিয়মিত চোখের পরীক্ষা করান। তবে প্রি-এক্লাম্পসিয়ার কারণে বেশি জটিল অবস্থার সৃষ্টি হলে প্রয়োজনে সরাসরি সিজারিয়ান সেকশন করার সিদ্ধান্ত নিতে পারেন চিকিৎসক।
সতর্কতা: গর্ভাবস্থায় চোখের ড্রপ ব্যবহার করা যায়। তবে আর্টিফিশিয়াল টিয়ার নামে পরিচিত এসব ড্রপ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে; অনেকেই চোখে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন। গর্ভাবস্থায় এসব কন্ট্যাক্ট লেন্স চোখের জন্য অস্বস্তিকর হতে পারে। বিশেষ করে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা থাকলে। এ সময় চশমা ব্যবহার করুন। চশমার পাওয়ারে পরিবর্তন হলেও প্রসবের পর ঠিক হয়ে যায়। প্রসবের পর দীর্ঘদিন সমস্যাটি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন; কখনোই চোখের কালো অংশে অর্থাৎ কর্নিয়ায় সরাসরি ড্রপ দেবেন না। ব্যবহারের আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে। ড্রপের মুখ খোলার পর এক মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। ড্রপটি সাসপেনশন টাইপ হলে ব্যবহারের আগে ঝাঁকিয়ে নিতে হবে। ড্রপ দেয়ার পরে অন্তত ১০ সেকেন্ড চোখ বন্ধ রাখুন; ড্রপ যাতে নাকে না যায়, সেজন্য চোখে দেয়ার পর চোখের কোনায় নাকের পাশটা চেপে ধরতে হবে। চোখে এক ফোঁটা করে ড্রপ দিলেই চলে। চিকিৎসক একাধিক ধরনের ড্রপ দিলে পরপর না দিয়ে আধা ঘণ্টা পরপর দিন। চিকিৎসক ড্রপ ও অয়েন্টমেন্ট দুটিই দিলে অয়েন্টমেন্ট ব্যবহারের অন্তত দুই ঘণ্টা পর ড্রপ ব্যবহার করতে হবে; ড্রপ ব্যবহারে অ্যালার্জির ইতিহাস থাকলে শুরুতেই চিকিৎসককে জানাতে হবে; যাদের আগে থেকেই ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ আছে, তারা গর্ভধারণের আগেই চোখ পরীক্ষা করিয়ে নিন।
অধ্যাপক সৈয়দ এ কে আজাদ
চক্ষুরোগবিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন
আল-রাজী হাসপাতাল, ফার্মগেট, ঢাকা