অনেক রোগীই চেম্বারে এসে বলেন, ডাক্তার সাহেব, হঠাৎ গায়ের রং কালো হয়ে যাচ্ছে! আবার কেউবা বিশেষ কোনো স্থান, যেমন ঘাড় বা হাতের তালু ও মুখের ভেতর ত্বকের পরিবর্তন দেখিয়ে জানতে চান এতে উদ্বেগের কিছু আছে কি না? তাঁদের আশঙ্কা, এই রং পরিবর্তন বড় কোনো রোগের লক্ষণ নয় তো!

ত্বকের পিগমেন্টেশন বা রং পরিবর্তনের সবচেয়ে বড় কারণ হলো রোদে পোড়া বা সানবার্ন। এ ছাড়া ত্বকে ব্যবহার করা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, আঘাত ও ছত্রাকের আক্রমণেও ত্বকের রং পরিবর্তন হয়। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। আজকের আলোচ্য বিষয় ত্বকের হাইপারপিগমেন্টেশন কখন বড় রোগের লক্ষণ হয়ে ওঠে।

কালাজ্বর: অনেক দিনের জ্বর সঙ্গে গায়ের রং কালো হয়ে যাচ্ছে বললে চিকিৎসকেরা প্রায়ই কালাজ্বরের কথা চিন্তা করি। যদিও এখন বাংলাদেশে কালাজ্বর নির্মূল ঘোষণা করা হয়েছে।

ত্বকের ছত্রাক সংক্রমণের ওষুধগুলো কেন ক্রমেই অকার্যকর হয়ে পড়ছে

ত্বকের রং পরিবর্তন বা কালো হয়ে যাওয়ার জন্য শুধু রোদে পোড়াকে দায়ী না করে এমন রোগগুলোও মাথায় রাখতে হবে।

অ্যাডিসন রোগ: জীবন রক্ষাকারী স্টেরয়েড হরমোনের অভাবে এই অসুখ হয়। উপসর্গ হিসেবে রোগীর শরীরের বিভিন্ন জায়গা, যেমন হাত ও পায়ের ক্রিজ, মুখের ভেতরের অংশ, শরীরের খোলা অংশ বা সান এক্সপোজ অংশ, নখ ও কনুই কালো হয়ে যায়।

অ্যাকান্থসিস নিগরিকানস: এ রোগে গলায়, ঘাড়ে ও বগলে কালো ছোপ পড়ে। স্থূলতা একটি বড় কারণ হলেও ডায়াবেটিস ও বিভিন্ন ক্যানসার, যেমন খাদ্যনালি, রক্ত, ফুসফুস, জরায়ু ও স্তন ক্যানসারও এর অন্যতম কারণ।

হেমোক্রোমাটোসিস: এই রোগে শরীরের বিভিন্ন অংশে আয়রন জমা হয়। ৯০ শতাংশ রোগীর ক্ষেত্রেই ত্বকের রং কালো বা ব্রোঞ্জ হয়ে যায়।

শ্বেতী রোগ: এখানে হাইপোপিগমেন্টেশন বা ত্বকে সাদা ছোপ পড়ে। ভিটিলিগো বা শ্বেতী রোগীদের আরও কিছু রোগ একসঙ্গে থাকে, যেমন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, অ্যাডিসন রোগ, পারনিসিয়াস অ্যানিমিয়া ও রিউমাটয়েড আর্থ্রাইটিস।

ত্বকের রং পরিবর্তন বা কালো হয়ে যাওয়ার জন্য শুধু রোদে পোড়াকে দায়ী না করে এমন রোগগুলোও মাথায় রাখতে হবে। রং পরিবর্তনের সঙ্গে সঙ্গে জ্বর, মাথা ঘোরা, রক্তচাপ কমে যাওয়া, রক্তশূন্যতা, ডায়াবেটিস বা থাইরয়েডের সমস্যা থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন।

 

ডা. আফলাতুন আকতার জাহান

মেডিসিন-বিশেষজ্ঞ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা

Related Posts

Leave a Reply

Your email address will not be published.