হার্ট দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। বর্তমান পৃথিবীতে সবচেয়ে আলোচিত রোগ হলে হৃদরোগ। বিশেষভাবে হার্টে সমস্যা। যেটাকে ইস্কেমিক হার্ট ডিজিজ বলে। অনেক কারণে বুকে ব্যথা হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হার্টে সমস্যার কারণে বুকে ব্যথা হওয়া। দুশ্চিন্তা বা মানসিক চাপের কারণেও হতে পারে বুকে ব্যথা। বুকে ব্যথা হার্ট অ্যাটাকের একটি লক্ষণও।
মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ নাজমুল হাসান নাঈম বলেন,বুকে ব্যথার অনেকগুলো কারণের মধ্যে হার্টের সমস্যা একটি, যেমন: ইস্কেমিক হার্ট ডিজিজ (যেখানে শরীরের একটি অংশে রক্ত প্রবাহ কমে যায়)। এটিকে স্থিতিশীল অবস্থায় অ্যাঞ্জাইনা (হৃৎপিণ্ডের পেশীতে রক্তপ্রবাহের অভাবের কারণে বুকে চাপবোধ বা ব্যথাবোধ করার ঘটনাকে বোঝায়) বলা হয়।
আরেকটি হলো-অনেক সময় বুকে তীব্র ব্যথা অনুভূত হয়, রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়। যেটিকে সহজ ভাষায় হার্ট অ্যাটাক বলা হয়।
হার্টের কিছু ইনফেকশন হতে পারে, যেমন: পেরিকার্ডাইটিস হতে পারে, মায়োপেরিকার্ডাইটিস হতে পারে। যার কারণে বুকে ব্যথা হতে পারে। অনেক সময় কিছু ভালভুলার সমস্যার কারণে বুকে ব্যথা হতে পারে।
হার্টের খুব কাছাকাছি একটি বড় রক্তনালী থাকে, যেটিকে এওটা বলা হয়। এওটার কারণে মাঝে মাঝে বুকে ব্যথা হতে পারে। কারো এওটা একটু মোটা হয়ে যেতে থাকে। অনেক সময় এওটা ছিঁড়ে যায়, এটা থেকেও বুকে ব্যথা হতে পারে।
হার্ট অ্যাটাকের কিছু কিছু ব্যথা অনেক রোগী খুব একটা অনুভব করতে পারে না। যেমন: ডায়াবেটিসের রোগী যারা, তারা বুকে ব্যথা ওই রকম অনুভব করতে পারে না। অনেক সময় বুকে অস্বস্তিকর অনুভব করে, শ্বাস কষ্ট হয়, বুকটা হালকা চাপ লাগছে এরকম অনুভূত হয়। হার্টের সমস্যার কারণে বুকের ব্যথার লক্ষণগুলো এভাবে প্রকাশ পায়।
কিছু কিছু আছে কার্ডিয়াক ডিজিজ স্থায়ী না কিন্তু হার্টের ডিজিজের মধ্যে পড়ে। যেমন: কারো যদি হাইপার টেনশন থাকে (অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ)। এটিও কিন্তু হার্টের সমস্যার কাছাকাছি। এটি হার্টে নানা সমস্যা তৈরি করতে পারে। ডায়াবেটিসকে হৃদরোগের সমতা বলা হয়। ডায়াবেটিস যাদের আছে তাদের হার্টের রোগ নাই। যাদের হার্টের রোগ আছে তাদের ডায়বেটিস নাই।
সুতরাং বয়স্ক, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের বুকে ব্যথা হলে, সেটিকে হার্টে সমস্যা হিসেবে ধরে নিতে হবে। কারো হার্টের কারণে যদি বুকে ব্যথা হয়,তাহলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে।
ডা. খালেদ সুফিয়ান