প্রসঙ্গ হেয়ার ট্রান্সপ্লান্ট
চুল ঝরে পড়ে টাক হলে তা আধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে চুল আবার প্রতিস্থাপনের নাম হলো হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুলের প্রতিস্থাপন। এ পদ্ধতিতে মাথার এক অংশ থেকে চুল নিয়ে অন্য অংশে লাগিয়ে দেওয়া হয়। মাথার পেছন দিকে ও কানের দুপাশের অংশকে বলে পারমানেন্ট জোন। পারমানেন্ট জোনের চুল সাধারণত পড়ে না। মাথার সামনের অংশ হলো টেম্পোরারি জোন। […]