শিশুদের অ্যাবসেন্স সিজার কী? কেন হয়?
শিশুদের মধ্যে স্নায়ুজনিত বিভিন্ন রোগ দেখা যায়। এর মধ্যে এপিলেপসি বা মৃগীরোগ অন্যতম। এপিলেপসিরও রয়েছে নানা রকমফের। অ্যাবসেন্স সিজার এ রকমই একধরনের মৃগীরোগ। শিশুদের মৃগীরোগের মধ্যে ১০ থেকে ১৭ শতাংশ হলো অ্যাবসেন্স সিজার। এ ধরনের খিঁচুনিকে ‘পিকনোলেপসি’ বা ‘পেটিট মাল সিজার’ও বলা হয়ে থাকে। এর সঙ্গে বিভিন্ন ধরনের জেনেটিক ফ্যাক্টর জড়িত থাকতে পারে। সাধারণত চার […]