শরীরে লবণ কমে গেলে কী কী হতে পারে?
ইমার্জেন্সি মেডিকেল অফিসার জানান, একজন অজ্ঞান রোগী এসেছেন, যাঁকে দেখে ডাক্তারের কাছে স্ট্রোক মনে হচ্ছে না। দ্রুত সেখানে গিয়ে দেখা গেল, একজন বয়স্ক রোগী, জ্ঞানের মাত্রা অনেক কম। রোগীর মেয়ে জানান, কিছুক্ষণ আগে দুবার অনেক বমি করেছেন। এরপর অসংলগ্ন কথা বলছিলেন, একটু পর অজ্ঞান হয়ে যান। সঙ্গে সঙ্গে রক্ত পরীক্ষা করে দেখা গেল, লবণের (সোডিয়াম) […]