শরতেও বর্ষার রোগবালাই আছে, উপায় কী

বর্ষার শেষেও বর্ষার রেশ যেন রয়ে গেছে প্রকৃতিতে। শরতের শুরুতে বৃষ্টির প্রকোপ বেড়েছে। এ সময়ও চারদিক তাই বর্ষার মতোই স্যাঁতসেঁতে। এখানে–সেখানে পানি জমে আছে। এ কারণে বর্ষাকালের মতোই কিছু সমস্যাও এসে হাজির হতে পারে। কিছু রোগবালাই বর্ষায় আক্রমণাত্মক হয়ে ওঠে। তাই বর্ষার রোগগুলো নিয়ে এখনো থাকতে হবে একটু সচেতনও। পেটের পীড়া: বর্ষার মতো এ সময়ও […]