প্রি-একলাম্পসিয়া যাঁদের বেশি হয়

একজন অন্তঃসত্ত্বা নারীর প্রথমবার সন্তান ধারণের সময়ই প্রি-একলাম্পসিয়া হতে পারে আর যাঁদের আগের সন্তান ধারণের সময় প্রি-একলাম্পসিয়া হয়েছিল, তাঁদের ২৫ ভাগ ক্ষেত্রে পুনরায় এটি হতে পারে। যেসব মা উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা কিংবা ডায়াবেটিসে ভুগছেন, তাঁদের অন্তঃসত্ত্বা অবস্থায় প্রি–একলাম্পসিয়া হওয়ার ঝুঁকি অনেক বেশি। এ ছাড়া একাধিক গর্ভধারণ, পলিহাইড্রামনিওস প্রি-একলাম্পসিয়ার কারণ হতে পারে। প্রি-এক্লাম্পসিয়া হচ্ছে গর্ভবতী […]