প্যারাথাইরয়েড গ্রন্থির কাজ কী

আমাদের গলায় থাইরয়েড গ্রন্থির চার প্রান্তে আছে আরও চারটি ছোট ছোট গ্রন্থি। এগুলোর নাম প্যারাথাইরয়েড গ্ল্যান্ড (প্যারাথাইরয়েড গ্রন্থি)। এগুলো খুবই ছোট ও থাইরয়েডের গায়ের সঙ্গে লেগে থাকে, কিন্তু গ্রন্থিগুলো থেকে তৈরি হয় গুরুত্বপূর্ণ একটি হরমোন—প্যারাথাইরয়েড হরমোন। প্যারাথাইরয়েড গ্রন্থি কী করে প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন তৈরি হয়, তার কাজ অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ানো ও একই […]