বয়স অনুযায়ী শিশু পড়াশোনায় পিছিয়ে থাকলে ডিসলেক্সিয়ার লক্ষণ আছে কি না, দেখুন
বলিউডের ‘তারে জামিন পার’ সিনেমা দেখে থাকলে ঈশানের কথা হয়তো মনে আছে। সেখানে ঈশান ‘ডিসলেক্সিয়া’ নামের স্নায়ুর বিকাশজনিত সমস্যায় আক্রান্ত ছিল। অনেকেই একে বুদ্ধিপ্রতিবন্ধিতা ভেবে ভুল করেন। আদতে ডিসলেক্সিয়া একধরনের ‘লার্নিং ডিসঅ্যাবিলিটি’ বা শেখার অসুবিধা, যেখানে বুদ্ধিমত্তা সাধারণত বয়স অনুপাতে স্বাভাবিক মাত্রায় থাকে। বুদ্ধিমত্তা স্বাভাবিক থাকার পরও এই শিশুদের প্রাথমিকভাবে শুদ্ধ এবং সাবলীলভাবে পড়তে ও […]