আপনার শরীরে এমন ছোট ছোট গুটি বা টিউমার নেই তো?

পথেঘাটে এমন মানুষ নিশ্চয় দেখেছেন, যাঁদের গায়ে প্রচুর পরিমাণে ছোট ছোট গুটি বা টিউমার থাকে। অনেকের বাইরে থেকে দেখা না গেলেও হাত দিলে ত্বকের নিচে গুটি গুটি অনুভব করা যায়। এদের বলে স্নায়ুর আবরণীর টিউমার বা নিউরোফাইব্রোমা। এই নিউরোফাইব্রোমাই যখন পুরো শরীরে হয় এবং এরই সঙ্গে অন্য অঙ্গেরও রোগ দেখা দেয়, তখন সেটাকে নিউরোফাইব্রোম্যাটোসিস বলে। […]