কারপাল টানেল সিনড্রোম

কারপাল টানেল সিনড্রোম বা সিটিএস মূলত কবজির একটি কমপ্রেসিভ নিউরোপ্যাথি বা স্নায়ুজনিত সমস্যা। এটি হলে কবজিতে ব্যথা, অবশ ভাব, ঝিঁঝিঁ অনুভূতি ও দুর্বলতা দেখা দেয়। ‘কারপাল টানেল’ হাতের তালুর মধ্যে থাকা একটি সরু পথ। কবজির মাঝখানে অবস্থিত এ টানেল বা সুড়ঙ্গের মধ্যে কবজি ভাঁজ করতে ব্যবহƒত পেশিগুলোর টেন্ডন বা রগ ও কিছু স্নায়ু চলে গেছে। […]